ফেরাতে পারিনি আমি ধরেছি যাহাকে প্রাণে আপনার করে
বাকরুদ্ধ করে গেছে আমাকে ছাড়িয়ে প্রেমী নিজ সুখ পানে;
চলে গেছে আমা' থেকে বিফল প্রেমিক করে প্রেমের সাগরে
আঘাতে আমার মন মুছে গেছে সব প্রেম বিরহের গানে।
কদমের ঘ্রাণে মন বিচ্ছেদের ছবি আঁকে মুছে সব স্মৃতি
প্রণয়ের দেয়ালিকা আমাকে জানায় ছেদ মুছে গেছে প্রীতি।।

যতটুকু আছে সাধ দিলো মিছে অপবাদ ঢেকে গেছে প্রেম
ছিনিয়ে নিয়েছে ওরা আমার সতেজ মন কারারুদ্ধ করে;
মানবিক বোধ কেড়ে দেখাতে চেয়েছে ওরা নিজেদের হেম
তাই আজ কবিতার ডাকে আমি দেই সাড়া বসে রয়ে ঘরে।
ভাবনার দোর মেলে হৃদয়ের করিডোরে জাগে সেই স্মৃতি;
প্রণয়ের দেয়ালিকা আমাকে জানায় ছেদ মুছে গেছে প্রীতি।।

আঁচলের ঘ্রাণ আমি পাইনি তেমন আর প্রণয়ীর চোখে
যতটুকু ভাবি আমি কল্পনার দেয়ালিকা এঁকেছি পরানে;
আমার বেদনা সব ঢাকা আছে পাষাণের কৃত্রিম আলোকে
তবু ভালোবাসিয়াছি তোমাকে অধুনা আমি প্রেম পেতে বানে।
মুছে যাক অতীতের সকল সে অবসাদ আর দুখ স্মৃতি;
প্রণয়ের দেয়ালিকা ভরে যাক আজ শুধু মেখে মন প্রীতি।