পৃথিবীর বুক চিঁরে এসেছে যে দীর্ঘশ্বাস তারে কি দমানো যায়
আগ্নেয়গিরির লাভা উদ্গীরণের প্রসূত উদ্ভব হয়েছে শিলা;
আদিম কালের হতে পৃথিবীর দীর্ঘশ্বাস মেখে চলে সে উপায়
তাই আজ মানবের নাকাড়া বেজেছে সুরে ছুঁড়ে নভে উগ্র ঢিলা।
কোথায় যুগের খেলা আদিমতা মেখে যেন মানুষকে করে বলি
এখনো সমরে চলে যুদ্ধের এ হোলিখেলা আদিম কালের মত;
হৃদয় আমার কাঁদে যুদ্ধের এ প্রাদুর্ভাবে মন দেখেনা উছলি
শান্তির বারতা আজ কবির হৃদয়ে ভাসে গূঢ় আঘাতে আহত।।

নিছক কবির কথা উদ্গীরণের ধরায় ভেসে উঠে পৃথ্বী বুকে
আমার এ দীর্ঘশ্বাস নহে পৃথিবীর মতো ছড়াবে সমগ্র পৃথ্বী;
জ্যোতির্ময় দ্যুতিধারা বেয়ে আসে চক্ষু তরে আসিছে কিংশুকে
তখন বুঝতে পারি বিধাতার দান ভারী হৃদয় মাঝারে তিথি।
মানুষের মাঝে তাই ছড়াই নিজের কথা দীর্ঘশ্বাসের সে ফল
জীবনের দান আসে নিছক কবির কথা নহে বিশুদ্ধ উৎপল।।