ভান করে তাই ব'কি তোরে সত্যি করে টানি বুকে,
যেমন করে সোনা টানে ফাগুনকালে এ কিংশুকে।।
বুঝিসনা তুই পুরুষ বোকা কোনটা আসল কোনটা ধোঁকা,
নারীর হৃদয় বুঝবি কবে আমার পরান গেলে চুকে!।
তাই না হলে কেন রে তুই থাকিস পড়ে অন্য খানে,
আমার চক্ষে আঁকা রে তুই পরের কথা রে না টানে।
দু'চোখ যখন দেখে তোরে বুঝবি কি আর কিসের ঘোরে,
বুকের ভেতর ভেদন চলে তবু মাতি রে কৌতুকে।।