কোন শতাব্দীকে ফেলে এইবার তুমি এলে হে আমার প্রিয় কবি
পিছনের পানে দেখি মহাকবি গেছে লেখি আপন মনের বাণী;
করেছে নিজের সুখে যৌবনের ওই ভুখে কবিতাকে নিজ রাণী
তবু আমি আজ খুঁজি জীবনের সাথে যুঝি তোমার কবিতা লভি।
পারেনি তোমার মত ছড়াতে হৃদয়ে ক্ষত আবেগ মেখেছ খুবি
হৃদয়ের হালখাতা ভরেছো প্রেমের পাতা কেবল আমার দ্বারা;
কি বা নারী আমি আর প্রেমের উপসংহার করেছ হৃদয় সারা
তাই যে অন্তিম ভুখে রেখেছি যৌবন সুখে তোমার ভেতর ডুবি।।
কবিতার সব কথা জাগায় হৃদয়ে প্রথা তোমার আমার প্রেম
ঘটেনি অমন করে এই পৃথিবীর তরে আগে কোনদিন আর;
তাই বুঝি আমি মাখি না ছুঁয়ে তোমায় চাখি নেমেছে বেহেস্ত হেম
চোখের ভেতর আঁকি না দিয়ে তোমায় ফাঁকি চক্ষু হয়েছে পাথার।
তোমার চোখের পানে চাইলে হৃদয়ে বানে আসে শুধু ভালোবাসা;
কবিতার ব্যবচ্ছেদে জেগেছে উজান ভেদে মনে বাড়ে শুধু আশা।।