আমি) দৈব্যে জ্বলা কোন বাতির অগ্নিশিখা নই তো,
আমি) ফুলের মানুষ আপন সুখে ফুলের কথা কই তো।।
তবু আসে আঘাত জোরে    সইছি আমি প্রাণের দোরে,
আমি) সিংহাসের লোভ ছেড়েছি কবি হয়ে রই তো।।
অবুঝ মনের বেদন বাতি জ্বালাই আমি সুখে,
আমি) লিখতে থাকি আপন কথা আছি ভীষণ ভুখে।
যদি ভাসে আমার লিখা    ভাসবে তবেই অগ্নিশিখা,
আমি) সেই আশাতে লিখতে থাকি দুঃখ প্রাণে সই তো।।
লেখার বানে লিখছি আমি সমাজ ব্যথার ছবি,
আমি) বিশ্বাসী যাই লিখেছি তাই আঁকি অমর কবি।
যাপিত কাল আমার কাটে    বাইছি সিঁড়ি পৃথ্বীর হাটে,
আমি) পেয়ে গেছি আমার পথে উচ্চে উঠার মই তো।।
ভালোবাসা ছাড়া আমার সঞ্চয়ে নাই কিছু,
আমি) কাঙাল হয়ে খুঁজেছি তাই আছি প্রেমের পিছু।
আসে বাধা চড়ে রথে    ভালোবাসার অমন পথে,
আমি) ভাঙি সকল লিখার দ্বারা প্রেমিক হৃদয় বই তো।।