ললিত কমল যদি নাই ফোটে সরোবরে পাখি কি বা আসে
সাদা বক উড়ে যায় সারসীর কথা হায় মনে নাই মাখে;
চন্দ্রমার ছাপ যদি নাই পরে সরোবরে প্রেমিকের আশে
তবে কি প্রেমিকা সেই ফিরে যাবে সরোবরে হৃদয় না চাখে।
তেমনি জেনেছি আমি পুরুষের মনে প্রেম উদ্ভাসিত হলে;
নারীর হৃদয় কাঁপে লুকায় সে নারী তবু চক্ষু জল ছলে।।

তরলিত চাঁদোয়ার ভাটা যদি নেমে আসে কৃষ্ণপক্ষ মেনে
কোজাগরী চন্দ্র শুধু  মাখে নিজ অন্ধকার তার নিজ বুকে;
আকাশের দিকে চেয়ে দেখি শুধু আঁধিয়ার সেই কথা জেনে
না এলে ফাল্গুন জানি কাটেনা ফুলের খরা নারি কিংশুকে।
তেমনি জেনেছি আমি যৌবন বিগত হলে নর মন তলে;
নারীর হৃদয় কাঁপে রয়ে যায় প্রেম চাপে ঝরে চক্ষু জলে।।

সূর্যের উত্তাপে জানি এসেছে গ্রীষ্মের কাল এই পৃথ্বী ভরে
প্রতাপের কথাগুলো ফুটেছে পৃথ্বীর বুকে জাগে শক্তিমত্তা;
জেগেছে সাগর বুকে উনিদ্র হিল্লোল রাশি সাগরের স্বরে
ধ্যানের বাসনা যার জাগে মন তরে তারো প্রেমে আছে সত্ত্বা।
কেমনে নারীরা পারে হৃদয় ভাঙিতে সুরে নিজ প্রেম দ'লে
তবুও জেনেছি আমি মন বাসনার স্রোতে প্রেম বেগে চলে।