আমায় দাঁড়িয়ে রেখে কোথায় চলেছ বেগে সমুখের পথে
আমি দেখি পারাবার তুমি দেখো মাটি পথ দেখাতেই তারতম্য
প্রেমের অনলে পুড়ে দেখিনি নিজের চোখে সেই ভবিষ্যতে
তোমার চলার মাঝে পথের বৈরিতা চেখে আমার প্রেমের জন্ম।
নির্ঘোষ তুলেছি আমি দুন্দুভির ধ্বনি তুলি আজ
চোখের শার্শির পাতা মুছতে নিরত জল হারিয়ে তোমায় ওগো;
তখন শুনেছি আমি অশনিসংকেত নাদে পড়েছে সাগরে বাজ
অথচ তোমার দেখা পথে প্রেম নাহি আসে এবার না হয় জাগো।।
অতিশয় ভালোবাসা আমার নয়ানে লাগে কঠোর আবেগ দ্বারা
আমি আছি অনিকেতে সীমাহীন দূরত্বের মাঝে;
সাগরের জলে আমি নিজের পানসী বেয়ে করি কাজ সারা
তোমার যেখানে পথ আমার সেখানে জল তারতম্য বাজে।
আজ আমি তাই খুবি নিগূঢ় যতন করে সাজিয়েছি নিজ ডালা;
তোমার সহজ পথে আমার চলার ধারা করেনা আমারে আলা।।