আমার বইয়ের ভাঁজে ভাঁজে ময়ূর পেখম মেলি,
রাখলে তুমি আদর করে বইটি বুকে ফেলি।।
অথচ সেই বইটি তোমার
বইয়ে আছে প্রেমের আধার,
নিশাকরের মতো মুখে দিবস আলো খেলি।
ফুটলো যেন প্রেমের ভাষে সুগন্ধি এক বেলি।।

চোরাপথে চোখ রেখেছি আমার পথে তরে,
আসবে তুমি আমার কাছে এই ভাবনা ভরে।।
কতো সাহস সঁচয় করি,
আমার নিজের কিতাব গড়ি,
পড় তুমি সেই সে কিতাব নিজের অবসরে।
ময়ূর পেখম রাখ পাতায় আমায় আপন করে।।

আজকে আমার বোধ জেগেছে তোমার পথে চেয়ে,
জীবন গানের বীণার তারে সুর এসেছে ধেয়ে।।
সেই সুরেতে আমার লিখা,
সেই পথে যে মরীচিকা,
তবু আমার কদম ফেলি কল্পে তোমায় ছেয়ে।
উঠি আমি তোমার নামে আমার গানটি গেয়ে।।

ক্যানভাসে যার ছবি আঁকা ভাষার বদন নাই,
তারে দেখে আজকে আমি একটুকু সুখ পাই।।
তোমার আশায় বসে আছি,
জানি তোমার কাছাকাছি,
রোজ এ পথে আসি আমি আবার আসি যাই।
সাঁঝের বেলা আঁধার তরে বিদায় গীতি গাই।।

আপন কথা বলতে চেয়ে ম্যাসেজ করি আমি,
তোমার বেলা যখন সকাল আমার তখন যামী।।
ছবি তুমি দাওনা বেশি,
আমি আছি সেথায় ঘেঁষি,
পথের 'পরে রোজ সকালে পুনঃ আমি নামি।
হয়েছি আজ আমি শুধু তোমার অনুগামী।।

বিলেত ভুঁইয়ে আছো তুমি তবু কতো কাছে,
হাসে মানুষ আমায় নিয়ে আমার বলার আছে।।
ভাবে সবাই ভালোবাসা,
নিছক আছে পাওয়ার আশা,
শত্রু আমার লেগে আছে আমার সমুখ পাছে।
জানিনা আর তবু কেন হৃদয় তোমায় বাছে।।

আজ কবিতায় নতুন করে জাগাই প্রেমের বাণী,
করতে চেয়ে তোমায় আপন নতুন কিতাব আনি।।
মেলবে তুমি কিতাব তবে,
রইবে ভাষা অনুভবে,
রাখবো তোমায় আমার পাশে নিজের বুকে টানি।
যেমন তুমি কিতাব রাখো আমার কিতাব খানি।।