সখ মিটিয়ে দেখবি ফাগুন আয় না চলে আয় না ওরে,
শিমুলে আজ ফোটে আগুন পড়বি তবে আগুন ঘোরে।।
কোথা তোর ঐ সমাবেশ আজ    মাখিস লোকালয়ে কি কাজ,
বনের মাঝে আসবি রে তুই ফাগুন যদি টানে জোরে।।

আজকে এলো হিমেল সমীর থির রহেনা তারি ডাকে,
মন যে আমার ফাগুনকে চায় তাই ছুটেছি বনের হাঁকে।।
প্রাণের কুসুমগুলো সবি    এঁকে চলে ফাগুন ছবি,
কিংশুকে যে আকাশ মাখে আকাশী রঙ ঢাকে চোরে।।

আজকে যদি নাই এলি তুই আমার প্রেমের সমাধিতে,
তবে আমার প্রেমের মরণ দেখবি রে তুই প্রাণের মিতে।।
গোর খুঁড়েছি আজকে আমি    অপেক্ষাতেই রইবো যামী,
দিবস যাবে নাই এলে তুই জানি আমার বনের গোরে।।

বনের মাঝে প্রেমের খবর রটিয়ে দিলো কোকিল সুরে,
তার গানেতে বকুল নাচে; চাঁপা সুবাস দেয় যে দূরে।।
হাস্নাহেনা আজকে জানি    সাঁঝের বেলায় দিবে বাণী,
সেই বাণীতে প্রেম এঁকেছে প্রেমের সমীর আসে দোরে।।

ফাগুন কি আর একা ভালো লাগে ওরে প্রাণের সখী,
আয় না চলে আমার কাছে দুজন মিলে ফাগুন লখি।।
চোখের ভাষায় কথা হবে    তোর সনে আজ অনুভবে,
তোকে আমি চিনে নেবো চিনবি রে তুই তখন মোরে।।

সে আশাতে ঘুম ভেঙেছে আমার আজি প্রাতের কালে,
জমিয়েছি হরেক কুসুম আমি কেবল তোর সে ভালে।।
আসবি যদি আয় রে চলে    আসিস কাছে মন না দ'লে,
প্রেমের ফাগুন দেবো আমি বিছিয়ে কুসুম পথে তোরে।।

জানি আমার সাধের কথায় কারোর কাছে জাগে হাসি,
তবু আমি বলবো তোরে প্রাণের মায়ায় ভালোবাসি।।
ফাগুন বেলা কেটে গেলে    কোথায় পাবি এমন ছেলে,
শিউলি কি রে একলা ফোটে জানি মিছে সুকঠোরে।।

সুবাস পাবি আরো পাবি আমার চোখের ভালোবাসা,
পাখির মতন গান গেয়ে তুই দিবি আমায় কাব্য ভাষা।।
লিখে যাবো তোরে লয়ে    তোর মনের ঐ প্রণয় সয়ে,
যা জাগেনি অনাদিকাল জাগে সে প্রেম ফাগুন ভোরে।।