খাঁচার পাখি কেমন করে যাবে বলো উড়ে,
বন্দী খাঁচার দেয়াল তারে করে চলে কুঁড়ে।।
গান গেয়ে যায় খাঁচার পাখি ভাবেনা আর কিসে মাখি,
কিসের লাগি মৃত্যু আসে কেন ছুটে চূড়ে।।
সবাই যখন দল বেঁধে যায় পাখি শুধু হাসে,
বোঝেনা সে খাদ্য পেয়ে বন্দী জীবন বাসে।
মুক্তির লাগি সবাই ছোটে স্বাধীনতা সবার জোটে,
খাঁচার পাখি খুটেখুটে নিজের মুক্তি খুঁড়ে।।
সহসা এক ঝড়ের তলে খাঁচা ভেঙে গেলে,
মুক্তি পেয়ে পাখি দেখে বন্ধু না আর মেলে।
উড়তে জানা হলোনা তার চোখের পটে দেখে আঁধার,
ফিরে আসে ভাঙা খাঁচায় স্বীয় দেহ ছুঁড়ে।।
অবশেষে মৃত্যু আসে ঝড়ের আঘাত পেয়ে,
প্রাণে নাশে সব বিনাশে অমা আসে ছেয়ে।
তখন পাখি মুক্তি দেখে জীবন মুক্তি মরণ চেখে,
বোঝে ছিল ক্ষণিক মোহ এ পৃথিবী জুড়ে।।