পথের যাত্রী আমি
আবেগ, বিবেক দ্বারা পথে নামি।
পথ জানি নয় কান্ত সুরের গান,
পথ জানি নয় প্রাণের আহ্বান,
পথে জানি রয়না আপন ত্রাণ
আমার হৃদয় বোঝেনা পথ যামী।
পথের যাত্রী আমি
হলাম আমি পথের অনুগামী।
কাদা মেখে, ধাঁধায় মাখে সবি,
আবার দেখি তমিস্রাদের ছবি,
আবার পথে আঁকা ধাতার কবি
হলাম পথে সুখের লাগি কামী।
পথের যাত্রী আমি,
আঁচল মেলে ধাতা দিলেন ছায়া,
আপনার ধন পেলো নিজের কায়া,
চলছি আমি চলছে আমার পায়া
দেখেন সকল আমার ভবস্বামী।
পথের যাত্রী আমি,
হইনা ধাতার ভয়ে বহুগামি।
কতো পায়ের ছাপ পড়েছে দেখি,
আবার সেথা ছাপের কথা লেখি,
দেখছি আমি পরম্পরা সে কি
পথের 'পরে হৃদয় উঠে ঘামি।
পথের যাত্রী আমি,
আপন ধাতা আমার সবচে' দামী।
ভাবী জানি ফুটবে অমন পথে,
অতীত স্মৃতি আছে পথের স্রোতে,
বর্তমান যে ভাসে পথের রথে
সেই ভাবনায় পথে নাইবা থামি।
পথের যাত্রী আমি,
করিনা তাই পথেতে আতলামি।
পথের দাতা আমার ধাতা জেনে,
চলার পথে সকলি নেই মেনে,
মরণ হবে পথের সাথেই টেনে
চেয়ে আছি পথেই আমার ভামী।