পথকে বলি না না না না সম্ভ্রম তুমি রাখো ঢেকে
পথ আমারে বলে ডেকে আমায় কেন ঢাকো এঁকে।।
আমি বলি এ পথ ধরে আসবে আমার প্রভু ওরে,
তাঁরে যদি লোকে দেখে চলবে তখন সবাই ডেকে।।
চাইনা আমি দেখুক সবাই আজকে তাঁরে এ সরণি,
তাহলে সব বিফল হবে আমার আসা নিজ ধরণী।
পথে সবি শুনে হাসে আমার বেদন ভালোবাসে,
বলে উঠে সবার চোখে দেন না ধরা চলেন ছেঁকে।।
বুঝেছি আজ পথের কথা বুঝিনি যে তাঁরে পাওয়া,
হটাৎ আমার হালকা লাগে গায়ে বহে কান্ত হাওয়া।
তখন দেখি একটি শকট ঘাতে আমায় ছিল বিকট,
নিজের প্রাণের দশা দেখে বুঝতে পারি সবি চেখে।।
মৃত্যু ছাড়া তাঁরে দেখা হয়না যে আর মানব প্রাণে,
জীবিত লোক কয়না কথা মূক পথের এ আহ্বানে।
বুঝে সকল শান্তি আসে তাঁরে হৃদয় ভালোবাসে,
পথ হয়েছে আমার সাথী যার বুকে প্রাণ নাশে ঝেঁকে।।