আমি পথ দিয়ে হাঁটছিলাম, সমুখে দেখি খাঁদ, লাফ দিয়ে পেরুতে যাবো অথচ পড়ে গেলাম খাঁদে; আবার উঠে দাঁড়ালাম, আবার চেষ্টা করলাম, এভাবে অনেক চেষ্টার পর অবশেষে পেরুলাম খাঁদ; এরপর দেখি আরো বহু খাঁদ সমুখের পথে। অথচ আমি ভেবেছিলাম এটাই শেষ খাঁদ।

ম্যাক্সিম