বাঘ, সিংহ, হায়েনা কিবা কুমির বনে থাকে আর মানুষ থাকে বনের বাইরে। অথচ মানুষ বনে যায়; বাঘ, সিংহ, হায়েনা কিবা কুমির লোকালয়ে আসেনা।

ম্যাক্সিম