এতো     কষ্ট করে নষ্ট হবার        ইচ্ছে আমার নেই,
আমি     জাহাজ তুলি ডাঙ্গার উপর মানুষ আমি সেই।।
            সকল আঁকি স্বপন মাঝে    কিছু যে নাই আমার কাজে,
আমি    বাস্তবতার বহির্ভূত       আমার স্বপন দেই।।
আমি    স্বপন আঁকি চোখের তারায় পৃথ্বী আমার চাই,
আমি    কল্পনাতে বিরাজ করি আসল কাজে নাই।
            খোঁজ করেছি আপন স্বজন    শুনিনা যে তাদের কূজন,
আমি    গলার আওয়াজ উচ্চে তুলি শুনি নিজেকেই।।
তাই      আমার দুঃখ সবাই জানে কেউতো আসেনা,
তাই      চোখের জলে ভাসি শুধু কেউ তো ভাসেনা।
            কষ্ট আমার নিজের বেলা    রইতে ভালো করছি খেলা,
জানি    এই খেলাতো নিজের সনে হারি আপনাতেই।।
আমি    প্রেমের ছবি আঁকি কেবল কবিতাতে আর,
আমার  কল্পনাতে আঁকা আলোক চোখে অন্ধকার।
            প্রেমহীনা মন হেরে চলে           তবু প্রেমের কথা বলে,
আমি    লজ্জা মাখি রইলে একা হাসি নিজ কাজেই।।