অদ্ভুত আলোক আসে আকাশের সীমাহীন নীলাভ সে বুকে
রঞ্জিত করেছে তাকে রঙধনু সাত রঙ হয়েছে কি সাদা;
এসেছে আলোক তাই দেখেনা সকল চোখ দেখে ভুলেচুকে
উদ্ভ্রাতের মতো আজ সেই আলো যে দেখেছে অলীকের ধাঁদা।
আলোকের রঙ দেখে কল্মষ মুছেছে সবে পবিত্র আলোক,
আমিও চেয়েছি আজ দেখিতে সে দ্যুতি শুধু মুছে দিয়ে শোক।।

তারকার আলো নয় সম্মোহনী আলো এক সূর্য দ্যুতি নহে
মাতাল করেছে মন সে আলো আজিকে যেন যারা গেছে দেখে;
কালিমা তাদের সবি মুছে গেছে নিমেষেই পুণ্য বাণী কহে
সে আলো দেখিতে জানি চক্ষুর সীমানা লাগে আকীর্ণতা চেখে।
প্রাণের সাধের কথা বলেছি এসেছে দ্যুতি তা আমার হোক,
আমিও চাইছি আজ দেখিতে সে দ্যুতি শুধু মুছে নিজ শোক।।

কেটে দিবে সব জরা; মুছে দিবে সব খরা আলোকের খেলা
অমানুষ আলোকের পাবেনা যে দেখা আর অন্ধকার বুকে;
ধীরে ধীরে হয়ে যাই আলোর সান্নিধ্য পেতে আমি যে একেলা
তখন হটাৎ এক সোনালী আভার আলো মেখেছে কিংশুকে।
দেখেছি সে আলো আমি অথচ পৃথ্বীতে নাই নব দেখে চোখ;
স্বর্গের আগল মেলে হয়েছি পাগল আজ মুছে গেছে শোক।।