জগত যদি পথ মানো ভাই মেলে ধরো এক বিধাতা,
পথের খরচ পাবে তুমি সঠিক দিকে মেলবে মাথা।।
চক্ষু তোমার চলবে ভালো    দেখবে আঁধার মাঝে আলো,
বিভ্রম কাটে যদি ভরাও তাঁর নামে সে মনের পাতা।
যেমন করে বাদল দিনে সহায় হলো আপন ছাতা।।