কোন পারে তোর কূল নিশানা কোন পারেতে যাবি,
আসল পারে যেতে হলে লাগবে রে তোর চাবি।।
পারে পারে ঘুরে গেলি চোখে নতুন কি বা পেলি,
দেখলি কতো মানব, স্বজন আরো কতো পাবি।।
নিশানা তোর জগত জুড়ে কূলের স্রোতে চলা,
চিনতে মানুষ আছিস রে তুই আজ বড় উতলা।
অথচ তোর নিজেকে হায় চিনলিনারে মানুষ ও ভাই,
যখন তাঁরে চিনবি রে তুই করবি কি তাঁর দাবি!।
আসল পারের দেখা পেতে আছে মানুষ তেজে,
কেমন করে তাঁরে পাবে জানেনা গান ভেজে।
কতো রকম গান গেয়েছে তাঁরে পেতে মন চেয়েছে,
তোর বেলাতে দেখি না টান তাঁর গীতি কি গাবি।।
সকল কি আর অমনি জোটে চেষ্টা ছাড়া ভবে,
এই জগতের সকল সরল কঠোর কলরবে।
বর্তমানের ছবি এঁকে চলবি রে তুই পার যে চেখে,
তবু কি আর পার পাবি তুই পাবি রে তোর ভাবী?।
অসীম আকাশ পারে ভরা, সাগর দেখি একি,
তোর শরীরে জোর রবেনা হবে সকল মেকি।
চাক্ষুষে যার ভাবনা আসে হৃদয় কি তার অমনি হাসে,
যেতে হবে আসল পারেই চলিস রে হিসাবি।।