রুদ্র চিত্তে শুনি আমি আজিকার পাখি ডাকে উগ্রতার স্বরে
সোনালী সকাল যেন লালসার রঙ মেখে ডাকিছে আমায়;
মনোবাসনার স্রোতে উদ্বেল সমীর আজ আপনার করে
জাহাঁবাজ মন লয়ে উঠেছি কেবলি আমি দিতে প্রেম সায়।
উনুনে আগুন জ্বলে মায়ের হাতের নাস্তা হবে আজ সারা
তারপরি ছুটে চলা আদিম কাজের তাড়া সেই  টাকা কড়ি;
অথচ আকাশে মেঘ বাড়ালো আবেগ মনে হয়ে দিশেহারা
চাইছেনা মন আজ ফিরে যেতে কর্মস্থলে উঠিয়াছি লড়ি।।

নিকুচি করবো কাজ পারিনা উদর জ্বালা পুনঃ আছে প্রেম
তাই ছাতা লয়ে হাতে উদরপূর্তির লাগি আজ কাজে ফেরা;
দিনের আবহে আজ ছুটি চলি ফিরে গিয়ে পাব কি বা হেম
সকলের সাথে মিশি জীবনের গ্লানি টেনে জীবনকে ঘেরা।
মধ্যাহ্নের পরে আসে তাহার কলটি আজ ছুটি নিয়ে চলি
সেলফোনে সেই ছবি আমার প্রেমিকা তার আদিযুগ বাসা;
দ্রুত বেগে ছুটে চলি রমণীর মান জাগে যদি বা উছিল
আত্মম্ভরি ভুলে গিয়ে ছুটেছি পার্কের তরে রয় কাদা হাসা।।

গিয়ে দেখি বসে রয় কালো কামিজের সেই অপরূপা নারী
হৃদয়ের আলোড়ন যেন মিশে আছে আজ তার রূপ টানে;
অভিমানে কপোলের মাঝে পরে টোল শুধু সেই রূপধারী
আমায় দেখেছে চোখে তবু যেন দেখে নাই নিজ অভিমানে।
উৎসারিত প্রণয়ের আঁচ আমি বুঝে গেছি ভাঙি সেই মান
হাতে ছিলো গোলাপের একগুচ্ছ ফুল আজ দিলাম তাহারে;
দেখে যেন ফিক করে হাসিলো রমণী আজ প্রেম করে দান
এনেছে নিজের হাতে রান্না করা খাবারের খুশবু সে দ্বারে।।

ফিরিতে পারিনি আর অন্য রমণীর দিকে তাহারে ভুলিয়া
প্রেমের কথন যেন উন্মেষ করাতে পারি নিজ কবিতাতে;
সে যে আমার পাঠিকা শোনাতে নিরত আছে পড়ে মন দিয়া
তাই শুনে আজ মন ভাবাবেগ মেখে শুধু তার রূপে মাতে।
করবো গৃহিণী তারে সেই বাসনার কথা বলে উঠি আজ
চমকিত হয়ে হাসে সেও সেই কথা লাগি এসেছে আমাতে;
তখনি প্রকৃতি যেন দিয়েছে অশনি স্বরে পড়লো যে বাজ
চিত্তের উৎফুল্লতায় সাঁঝের গোধূলি মাখে চাঁদোয়ার চাতে।।

ফিরে যাবো নিজ ঘরে নিজের স্বপন বোনা হয়েছে সূচনা
তাকে তার ঘরে দিয়ে ফিরে আসি আলয়ের দেয়ালের ডাকে;
বুনতে নিরত আছি নতুন তানের দানে নিজেরি সে খনা
তখন আবার শুনি মেদুর গলাতে পাখি আমাকে যে হাঁকে।
দিবসের ডাক আর সাঁঝের ডাকের মাঝে তফাৎ রয়েছে
তখনি যে সেলফোন বেজে চলে দুর্নিবার তাঁহার সে কল;
চোখের সকল ক্লান্তি তাহার কথাটি শুনে মুছে আজ গেছে
রাতের আকাশ তরে তারাদের দিকে চেয়ে শুনি রুদ্র ফল।।

ফিরিয়া এসেছে সেই চাঁদোয়ার দ্যুতি ঘরে ঘর আলোকিত
বললো সে আমাকেই চলে যাবে চিরকাল একেবারে ছেড়ে;
বুঝতে পারিনি আমি ছলনার নাকি ছিলো তাতে মিছে হিত
সহসা কাঁদিয়া বলে জীবনের সব সুখ নিয়েছি যে কেড়ে।
কান্নার রোলের কথা নহে মিছে বুঝিলাম অনিদ্রার ঘোরে
সকালের পাখি ডাক, রাতের পাখির সনে মিলেনি যে তাই;
ফোন রেখে কাঁদি আমি নীরব নিভৃত ক্ষণে মূক হয়ে জোরে
দিয়েছি আপন সুখ জলাঞ্জলি দেখে আজ পাখি ডাক চাই।।