তোমার নামে তোমার কাছে করি অভিযোগ
নিন্দা করি তোমার নামে সকল তোমার মুখে;
অযাচিত বেদনাতে হয়নি কিছুই ভোগ
যারা তোমায় ঘাতে দেখি তারাই আছে সুখে।
যাপিত কাল বইছে আমার অভিযোগের ফলে
শশী, রবি জ্বলছে এখন তাদের দিকে জ্বলা;
আমার বেলা একলা আমি পুষি মনের তলে
তাই অভিযোগ অধুনা যে আমার শুধু বলা।।

আর বেলাতে অভিযোগের বাহার আড়ালেতে
করে বেড়ায় লোকে জানি নিজ অভিযোগ পেশে;
আমায় তুমি একলা করে রাখলে কেন তেঁতে
আছি আমি জীবিত হায় তবু মরার বেশে।
আড়াল থেকে নিন্দা করা আমার স্বভাব নহে
সকল তুমি জানো জানি অভিযোগের খেলা;
মানুষ কেবল নিন্দা করে আড়াল পানে সহে
আমার সকল অভিযোগ যে প্রকাশী নিজ বেলা।।

তোমার কাছে পরের নামে আছে অনেক কথা
বলিনা আর জানো সকল মনের কথা তুমি;
মানুষ এখন মানুষকে হায় দেখায় ব্যাকুলতা
পিছন থেকে মন্দ বোলে ভোগায় শুধুই চুমি।
তাই যেন হে তোমার কাছে আমার অভিযোগে
হয়ে যাবে বিশাল পাথার যদি ফর্দ মেলি;
আমার হৃদয় হিংসা দেখে আত্ম ব্যথায় ভোগে
তাই আমি যে প্রতি কদম তোমার নামে ফেলি।।

পাহাড় সমান অভিযোগে আমার হৃদয় যাচে
রইবে তুমি সকল বিপদ আসলে কাছে বানে;
পুড়ছি আমি মানব মনের অসূয়ার ঐ আঁচে
রক্ষা করো হে ধাতা আজ তোমার কৃপা দানে।
শেষ অভিযোগ তাই বলেছি দাও হে ভালোবাসা
এক জীবনে পাইনি কিছু এইতো আমার চাওয়া;
পাবো বলেই জাগিয়ে রাখি আমার বাঁচার আশা
সকল অভিযোগে আমার নিজের গীতি গাওয়া।।