এসেছিল আমার কাছে ভাঙেনি ঘুম সেই কালে,
হতভাগা প্রাণ বয়ে আর তাঁরে খুঁজি নিজ ভালে।।
তারার দেশের তারকা সে আমার চোখে নাইবা ভাসে,
এসেছিল বুঝেছি সে সুর বাজে সেই সুখ তালে।।
ফেলে গেছে আমার ঘরে সে যে তারই রাগিণী,
ঘুম ভেঙে যে কুণ্ঠা জাগে কেন আমি জাগিনি।
সুরের মায়ায় পড়ে এখন বিভোল হৃদয় দেখে স্বপন,
আসবে পুনঃ এই ঘরেতে ধরা দেবে মন জালে।।
দিন চলে যায় আসেনা সে দিয়ে গেছে শুধুই সুর,
লিখে চলি নিজের বেগে জানি বাকি অনেকদূর।
সপ্তসুরের মায়ায় পড়ে আমার হৃদয় উঠছে লড়ে,
লাগেনি যে গীতি গলে লেগেছে গান মন মালে।।