রক্তিম সূর্যের রেখা নামিছে পৃথ্বীর বুকে অনন্ত অধীর হয়ে
কতনা বাসনা মেখে দিয়েছেন ধাতা এঁকে অথির আলোর ধারা;
মহাবিশ্বের আলোক পরিতেছে আজ যেন কৃষ্ণকায় গোল্লা সয়ে
সেখানে রয়েছে জানি আঁধারের হাতছানি করে শুধু দিশেহারা।
আকাশ সাগর বুকে তারকার ডাকাডাকি পারিনা ফেরাতে আর
আবার ভাবছি আমি কিরূপ করবো জয় মানুষের প্রাণ চলা;
চোখের প্রযুক্তি দ্বারা দেখেছি কেবলি আমি শ্বাপদের সে পাথার
আধুনিক যন্ত্র দ্বারা দেখেছি সকল কিছু ধাতা করেছে উতলা।।

তাঁহার সৃজন মেখে বুঝেছি আজকে আমি কতটুকু ক্ষুদ্র আমি
সাগরের বালুকার মতো যদি হই আমি তাহলে টিকতো সাধ;
অথচ জেনেছি আমি মহাবিশ্ব দেখে আজ ভাইরাস নহে নামি
তার চেয়ে ক্ষুদ্র আমি পৃথ্বীর বুকেতে আছি নামে দেখে অবসাদ।
ক্ষুদ্রকায় পৃথিবীর অস্তিত্ব খুঁজেছি আমি মহাবিশ্ব মাঝে থেকে;
সেখানে আমার স্থান অতীব নগণ্য জানি দিয়েছেন ধাতা এঁকে।।