কাজের শেষে ঘরে ফিরে আসি
            ক্লান্তি আমায় চেপে ধরে বুকে,
ওহে ধাতা তোমায় ভালোবাসি
            বেঁচে আছি সকল ভুলে চুকে।।
বেখেয়ালি মনের কথা বলি,
সঞ্চারণে হৃদয় উঠে জ্বলি,
কর্ম শেষে কাব্য খাতা খুলে
            ক্লান্তি ভরা কলম ধরি সুখে।।

দৈবাকাশে মনের যতো জ্বালা
            মেঘ হয়ে যে ভেসে উঠে সেথা,
লিখে রাখি দেই না মনে তালা
            উপমাতে ফুটাই মনের কথা।
তোমার কাছে চেয়ে চেয়ে লিখা,
জ্বালাই আমি তোমার অগ্নিশিখা,
তোমার নীতির পটে রঙিন কথায়
            ফুটাই আমি কবিতা কিংশুকে।।

অমন করে চলছিল কাল ভালো
            লিখার মাঝে মজে ছিলাম আমি,
কিন্তু আকাশ দেখলো কিছু আলো
            সাঁঝের ঘোরে কেটে গেলো যামী।
দিবস এলো সাঁঝের মাঝে বেগে,
পাখিরা সব উঠলো দেখি জেগে,
হৃদয় আমার অসময়ের লাগি
            পেলো ভরে তোমার কৃপা ভুখে।।

বুঝতে পারি শ্যামল ভাতি দেখে
            কবিতা আর আসেনা সেই বেগে,
এখন আমার কর্ম আছে মেখে
            সারা দিবস কিবা রাতি লেগে।
সময় আমার কূলায়না এই বেলা,
করছে কেবল দিবা নিজের খেলা,
কাজের চাপে এখন আমি হারি
            কবির হৃদয় কাব্য ত্যাগে দুখে।।