মাঝ দরিয়ায় তুমি রেখেছ আমারে আজ কোন কূলে যেতে নাহি দেবে
ঢেউয়ের নাচনে আজ অন্তঃপুর কেঁপে উঠে বাহিরে আমার চোখে জল;
বিশীর্ণ নৌকার পালে লেগেছে সমীর দেখি আমায় কি গ্রাহ করে নেবে
দরিয়ার তুফানের আঘাত সয়েছি আমি খুঁজেছি আমার স্থান তল।
কূলের বাতাস আজ দিলনা আমাকে সায় তাই পড়ে আছি মাঝ বুকে
বর্ষার হিল্লোল এসে আমাকে বোঝালো বুঝি সকল সে অদৃষ্টের খেলা;
কেমনে বাঁধবো আমি আমার ফাল্গুন তরী মাখা নাই আকাশ কিংশুকে
তবু যে ছুটছে তরী আমার বিশীর্ণ নৌকা ভাসমান ক্ষুদ্র সেই ভেলা।।

হিতাহিতজ্ঞান দ্বারা বুঝেছি আমার হাল নৌকার মত দোদুল্যমান
যববনিকা ভেদ করে চলে যাবো ওই পারে যদি থাকি আরো কিছুক্ষণ;
তোমার করুণা কি বা শুধুই আমার বেলা করনি আমাকে আর দান
তাই আজ চোখে দেখি বিশাল শ্বাপদ নদী কেঁপেছে আমার তনুমন।
এবার না হয় দিয়ো আমাকে তোমার দানে দরিয়ার কোলে এক কূল;
যেখানে আমার মন থিতু হয়ে আয়োজন করে যাবে হবেনা যে ভুল।।