কেদারা আমার হলনা আপন পৃথিবী কেদারা ভরা,
কবির আসনে বসতে চেয়েছি তবু দেখি নামে খরা।।
জীবন পিপাসা কবিতার মাঝে লিখছি আমার সকাল কি সাঁঝে,
রাত এলে হায় কবিতার দান আসে খুব বেগে ত্বরা।।
পৃথিবীর লোকে হেয় করে কবি আসমানে তার মান,
শোনাই আমার নিজের ধাতাকে আমার সকল গান।
নাইবা পেলাম কেদারা জগতে বিনিময় পাবো পরলোক স্রোতে,
আশানিয়া গান লিখছি শুধুই কবিতা আপন করা।।
ভাসমান আয়ু বেড়ে যাবে আর জানি কবিতার দ্বারা,
জগতের লোকে বুঝবে যখন হবে নিজ কাজ সারা।
অমরের পথে যাবো আমি চলে কুণ্ঠা আমার ভেসে যাবে জলে,
বেদনা সকল লুকাবে তখন সুখের পালক ঝরা।।
আপন মহিমা প্রকাশিত হবে সে স্বপন বাঁধি মনে,
কেদারার ভার বয়ে যেতে নারি চাইনা তাই স্বপনে।
যে ভোরে স্বপ্ন ভেঙে যায় খুবে তার সে রাতেও দ্যুতি জানি ডুবে,
আবার সকালে নিজ তেজে রবি রাঙায় অমন ধরা।।