তোমার পরশে আসে বরষা আজি
আমার তরীর বুকে আমি যে মাঝি।।
বাইছি নিজের তরী,
দিবসেতে বিভাবরী,
নিয়েছে হৃদয় হরি
ধরেছি বাজি।
ছুটে চলি আমি সুখে বরষা আজি।।
দেখিনা দূরের কিছু ঝাপসা লাগে,
আমার তরীর বুকে পুলক ভাগে।।
সব মাল্লারা তাই,
নিজ সুরে গান গাই,
বলি শুধু পথ চাই
তান যে জাগে।
ঝাপসা সকল কিছু চোখেতে লাগে।।
তবু চলি শিকারির শিকারে নেশা,
মীন শিকারের লাগি আমার পেশা।।
জাল ফেলি নদী জলে,
মাছ আসে জাল তলে,
শিকার যে কৌশলে
সলিলে ঘেঁষা।
শিকারির শিকার যে হয়েছে নেশা।।
দিয়েছো আজকে দেখি মৎস্য ভরি,
জালে মীন ধরা পড়ে তোমায় স্মরি।।
ধীরে ধীরে দ্যুতি ফোটে,
আমার তরণী ছোটে,
বিপুল মৎস্য জোটে
আপন করি।
দিয়েছ আজকে কৃপা সলিলে ভরি।।
ফিরে যাব তটে এসে আকুল খেলা,
মৎস্য সকল দেখি নাচিছে মেলা।।
তাই ফিরা হলো নাযে,
মোহের ঘণ্টা বাজে,
মৎস্য যে আজ রাজে
জালটি ফেলা।
ফিরে যাব কিরূপে যে ব্যাকুল খেলা।।
তবুও ফিরিতে হয় লেগেছে ক্ষুধা,
জানিনা পাব কি ফিরে এমন সুধা।।
দেখিনি জীবনে আমি,
নদীর সলিলে নামি,
মৎস্য আধার দামী
হয়নি রুধা।
ফিরিতে হয়েছে আজ লেগেছে ক্ষুধা।।
মানুষের মাঝে থেকে বুঝেছি আজি,
তোমার অসীম কৃপা দিয়েছ সাজি।।
সকল আমার নয়,
মনে জাগে আজ ভয়,
বুঝেছি সকল ক্ষয়
হয়েছি মাঝি।
প্রয়োজন ছাড়া বেশি নিতে না রাজি।।