আমায় শুধুই বাঁধলে আগে রইলে পিছে তুমি,
যেমন করে ছায়া পড়ে আলোক গেলে চুমি।।
পিছন ফিরে দেখি ছায়া দেখিনা আর তোমায় মায়া,
ইন্দ্রজালের সুতো বেঁধে রাখলে দু'পায় ভূমি।।
হেঁটে চলি সে গৌরবে আছো বলে পিছে,
জানি আমার চলন চলে নয় যে কিছুই মিছে।
সমুখে যার বিপদ আসে তারে না কেউ ভালোবাসে,
সুখের সময় মানুষকে পাই দুঃখে চলে ঘুমি।।
এমন যে নয় সবাই একই কিছু মানুষ আছে,
ছায়ার মতন লেগে থাকে আগে কিবা পাছে।
তাদের তুমি দিলে সুপথ চলছে তারাই সঠিকে মত,
তোমার রূপে তারা মাতে নয় তারা মৌসুমী।।