জলদি তোরা আয় রে সখী জলদি তোরা আয়,
জলকেলিতে মন মজেছে এলো ফাগুন বায়।।
ফুলের ঘ্রাণে ঝর্ণা ধারা বইছে কেবল ঝরে সারা,
উদ্যম এ প্রাণ আপন সুখে আপন মানুষ চায়।।
ভিজি আমি জলের স্রোতে একলা একা লাগে,
জলের স্রোতে দেহ ভিজে তখন প্রণয় জাগে।
বাসনা সব ধুয়ে মুছে কার কাছে আর যাব পুছে,
তোরা কেন থাকিস দূরে আসিস নিকট ছায়।।
হটাৎ দেখি মুগ্ধ বিবশ পুরুষালীর রূপে,
সে এসেছে আমার কাছে ফেলতে প্রণয় চুপে।
ডুবে ছিল জলের তলে ডুব সাঁতারে অগ্নি জ্বলে,
কাছে যাব নারীর লজ্জা ভাঙতে না গান গায়।।
তখন তোরা এলি বলে বলতে না আর পারি,
চলে গেলো আমায় ছেড়ে আমার হৃদয়ধারী।
আনমনে যে তারে আঁকি ব্যথা বাড়ে কোথা রাখি,
অপূর্ণ প্রেম পায়নি ভাষা যায় সে চলে যায়।।