চৌদিকে যার মাদল বাজে সুরে
আনন্দ তাঁর করে খেলা,
তাঁর কি ভালো লাগে সুর বিধুরে
একলা কি সে রইবে বেলা!।
তাঁর আসনে পৃথ্বীর শাসন চলে,
তাঁর শাসনে চাঁদ,তারারা জ্বলে,
রবির আলো দিবস এলে তাঁরে
করে চলে প্রণাম ফেলা।।
দুঃখ দিলো সুখ দিয়েছেন ভবে
মানুষ শুধু সুখের লাগি,
মাদল বাজায় নিজের অনুভবে
ভাগেনা তাঁর পিছে ভাগি।
ক্ষণিক সুখে মাতোয়ারা লোকে,
দীর্ঘ ব্যথায় পুড়ছে শুধুই শোকে,
আবার তারা সুখ পোহাবার শেষে
রাত্রি যাপন রয় একেলা।।
তাই যেন তা আজকে আমার কাছে
ইন্দ্রজালে আছে মেখে,
বুঝিনা তাঁর সকল হলো পাছে
দেখবো বলে আছি চেখে।।
তাঁর দরিয়ায় তুফান উঠেনা কো,
তাঁরে কেন ও লোক সবাই ডাকো,
সৃজন তিনি করে দিলেন সবে
আমরা শুধু ভাসাই ভেলা।।
আমরা বুনি নিজের সুখের লাগি
তাঁরে নিয়ে কতেক গীতি,
শোনেন তিনি নাকি বিফল ভাগি
ব্যর্থ হলো সকল প্রীতি।।
তবু মানুষ অসহায় এক প্রাণে,
গান গেয়ে যায় তাঁরে মধুর তানে,
তিনি শোনেন জানি রয়ে রয়ে
জাগান শুধু গীতি মেলা।।