ডম্বুর আমি বাজাই বাজাই তালে
                তোমায় পাবো আমার চেনা এমন পৃথ্বীর মালে।
পথের ধূলি উড়ে
        মাখি আমি দেহের সাথে বাতাস ধূলি ছুঁড়ে;
গানের তানে ডাকি তোমায় আমি
                        দেখেছি হে কতো রকম দিবা কিবা যামী
স্বয়ং তোমার আগম ঘটে পথে;
        জানিনা কোন রথে,
কোন সারথি টানে তোমার রথ,
                ভাবি আমি এলে বুঝি আমার চেনা পথ।

চলছে আমার গানের খেলা আজ
                        করছি আমি গানকে নিয়ে আমার কারুকাজ;
উদ্দেশ শুধু আছে
        তোমায় পরান বাছে
                দেখা পেতে অমন পথে চলছে আমার চলা
সত্য মেখে আমার কথা বলা।
        কতো রঙের গান শুনিয়ে ডাকি
দেবে কিরূপ ফাঁকি
                সোনার দেহ এখন মলিন আজকে বাউল বেশে
সাথে আছে ডম্বুর আর একতারাটা হেসে।

আমার চলা একলা একা
                 ভাবি পাবো তোমার দেখা;
জগত সীমার কোলে
        দোলে আমার পরাণখানি দোলে,
                                         কিসের এতো মায়া;
নেহের ওজন বইতে নারি কায়া;
                বাজাই আমার ডুগডুগিটা আমি
তখন নামে যামী;
        চোখের অগোচরে
দেখা পাবো তোমার দেখা ডাকছি নিজের স্বরে।

ভাবের বোধের নিঃসীম সীমা ভেঙে
                                গড়েছি আজ  গীতি আমি রেঙে;
নির্নিমিখে তরুণ তারা দেখি
                লাগছেনা আর মেকি;
        বলছে ডেকে কোথায় পাবে তাঁরে;
তারারা সব খুঁজছে তোমায় আলোক অন্ধকারে।
আশাহত হবো ভাবি আমি
                দু'চোখ জুড়ে দেখছি শুধুই যামী;
একটি আলোর রেখা
        দিলো আমার দু'চোখ পানে দেখা।

মিলিয়ে গেলো ত্বরা
        বুঝেছি হে তোমায় ভেবে নামে নভে খরা;
ছিলো যে তাই ধূমকেতুটি আসে;
                বাকি তারা আমায় দেখে হাসে
বলছে আবার তারারা সব ফিকে
        থাকতে চেয়ে আমায় অনিমিখে;
পেলেও আর পেতে পারি দেখা
                        তা না হলে হবে জগত শেখা।

যাপিত কাল চলে
                দেখছি জগত গানের সাথে ছলে;
পথেই আমার বাড়ি;
        পথের তরে চলছে দু'পা সারা ভুবন ছাড়ি।
তখন হটাৎ একটি রথে চেপে,
কে এসেছে দেখতে আমি আছি ভীষণ ফেঁপে;
এসেছে এক প্রাণ
                করেছে আজ কাছে এসে আমাকে দান গান।

আবার শুরু করি
                গানের মাঝে তোমায় নিলাম ভরি;
ঘুমের কোলে লুটিয়ে পড়ি
        নিশীথ আঁধার নিলো হরি;
আমার জাগরণ
                ঘুম ভেঙেছে অতীত স্মৃতি করিনা স্মরণ,
করবেনা কেউ বিশ্বাস;
        ফেলেছি নিজ নিঃশ্বাস,
রোদের তাপে দু'পা চলে আবার ভীষণ জোরে;
                                আবার চেনা পথের মাখা ঘোরে।