যে লাশ শুকিয়ে গেছে ক্ষতে ভরে আজ,
লাশকাটা ঘরে লাশে করেছে বিরাজ।।
আমিও ব্যথার শোকে    লাশ হয়ে খুঁজি তোকে,
জীবনের সবি খেলা ভাবি মনো ভাঁজ।।

প্রাণেরি কথা আমি বলেছি যে তোকে,
মূল্য বা দিবি কি রে আছি পড়ে শোকে।।
লোবানের ঘ্রাণে আমি    চা পাতার সাথে নামি,
সুবাসে আমার পচা গন্ধ ঢাকে লোকে।।

অথচ বাঁচার কালে কতো কথা ছিলো,
বলেছি তোকে আমি ছিলো মনো মিলো।।
আজিকের সবি স্মৃতি    মরণেই জাগে প্রীতি,
ফিরেছে আমার স্মৃতি মূকে যে ঘিরিলো।।

অথচ তোকে আমি বাসিয়াছি ভালো,
তখনি চোখের পটে পড়িতো যে আলো।।
আজিকে আলোক নাহি    নিজ দেহ মৃতবাহী,
মরণের পরে দেহে সকলি  মিলালো।।

আসবনা ফিরে আমি তোরে ছুঁয়ে দিতে,
পৃথিবীর বুকে ছিলি আমার প্রিয় মিতে।।
সোহাগে যতন করে     রেখেছি তোকে যে ধরে,
সমাধির বুকে আমি ভাবি যে চকিতে।।

আমারি অন্ধকারে চাইনা আমি তোরে,
এখানে আসলে জানি র'বি শুধু ঘোরে।।
বেঁচে থাক আছে চাওয়া    অভিশাপ নহে গাওয়া,
বুঝিবি সকলি তুই জানি সুকঠোরে।।

আজিকে চাঁদের আলো তোর চোখে পড়ে,
আমারি চোখের পরে আঁধার এসে লড়ে।।
জীবনের ইচ্ছাগুলো     মাখিছে কবর ধুলো,
দেখিনা কেবল তোরে জগতেরই ঝড়ে।।

আবেশে বলেছি তাই মঙ্গল আমি চেয়ে,
অন্তিমে আসবি জানি আমা' পানে ধেয়ে।।
রাগিণীর সমারোহে    কাটিবে সকল দ্রোহে,
জীবনের গানে জানি উঠবি সুরে গেয়ে।।