সাগরের ঢেউ জাগে অনন্ত সাগর মাঝে ভাসিছে তোমার তরী
দেখিনা সাগর আমি নিজের লোচনে পুরো কিছুটা উদ্ভাস ঘটে;
সেথায় কি খেলা করে জানিনি অধুনা আমি দিবস কি বিভাবরী
নাকি সেথা রাজ করে ছায়াপথ নীহারিকা আমি আছি শুধু তটে।
বিমূর্ত ভাবনা মাখি তোমার বেলাতে আমি এ আমার ভাবনাতে--
তোমায় পেয়েছি আমি অনন্ত সাগর তরে দেখিনি লোচন 'পরে;
আমার সীমানা শুধু কিছুটা নক্ষত্র আর চাঁদোয়ার সেই চাতে
তাই আজ মনে হয় ক্ষুদ্রকায় প্রাণ নিয়ে ভাবি অনন্ত সাগরে।।

যেখানে ছোটেনা চোখ সেখানে আমার ভাব কতটা অকৃতকার্য
অহমিকা কিসে আসে মানুষের ক্ষুদ্র প্রাণে বুঝিনি অধুনা আমি;
হয়েছে আমার মন তাই আজ সবি মেখে সাগরেতে তুমি ধার্য
কল্পনার রঙ মেখে দেখেছি সকল আজ অনন্ত সাগরে নামি।
সেথায় কি জানি আছে সমাজের মূর্ত চিহ্ন নাকি আছে ধনরাশি
কোথায় তোমার চল জানতে পারিনি আমি ভেবেছি কেবল তাই;
বাজিয়েছ শুনি শুধু সৃজনের দিকে চোখ বাজিছে তোমার বাঁশি
আমিও প্রাণটা নিয়ে নক্ষত্রের মতো করে তোমার রাগিণী গাই।

জোছনা দেখেই আমি যদি ভাবি শেষ সীমা হবে জানি শুধু ভুল;
তাই ভেবে চলি আমি অনন্ত সাগর আজ দিতে চাইনা মাশুল।।