কুসুম হয়ে ঝরবো আমি ঝরি মুকুল হয়ে,
এই কি তোমার চাওয়া ওহে পড়ি ক্ষয়ে ক্ষয়ে।।
ফুল ফুটেছে বাগের কোলে বায়ু লাগে দোলে দোলে,
সে ফুল আমি দেখি কেবল দেখি রয়ে রয়ে।।
পৃথ্বী বাগের রূপ দেখে হে চাখতে আমি নারি,
তোমার কৃপা পেয়ে সবাই হয় বিনোদনচারী।
আমার বেলায় কেবল খরা দু'চোখ মেলে দেখি ধরা,
পাখি ডাকে, ফুল ফুটেছে নিজের কথা কয়ে।।
আজ বিনোদন জেগে উঠে সাজিয়ে দেখি তোলে,
মুকুল হয়ে তোমার সৃজন ঝরে যে যায় বোলে।
সবার আছে সরব কথা দেখেই জাগে ব্যাকুলতা,
ফুটবে কি হে মুখেরি বোল জানিনা সব সয়ে।।