আমাকে মেঘের মতো ক্ষণস্থায়ী যদি ভাবো একটুকু শীতলতা মেখে
পাবেনা আমাকে তবে ওহে নারী বলে উঠি ভালোবাসা আমি শুধু চাই;
তোমার পৃথ্বীর কোলে থাকুক ঐশ্বর্য সবি চাইনা ক্ষণেকে তাই চেখে
তাই বুঝি চক্ষু দ্বারে আসোনা হে বিদেশিনী নিরর্থক আমি গান গাই।
আমার স্বপন মাঝে নেই কোন ক্লান্তি আর শরীরের মাঝে ক্লান্তি জাগে
জুড়াতে নিজের ক্লান্তি চেয়েছি রমণী তুমি ব্যাকুলের মতো চেয়ে রও;
জানিনা উছিলা ঠিক তুমি নাকি আর কেউ বেদনের মাঝে তুমি লাগে
আমার ভাবনা শুধু তোমাকেই নিয়ে আছে থেকনা নিশ্চুপ কথা কও।।

তোমায় ভাবিনি আমি ক্ষণস্থায়ী ভালোবাসা আমার প্রাণের গান গেয়ে
মন উচাটন থাকে আসবে আমার কাছে স্ব-শরীরে দেখবো তোমাকে;
তাই আজ পথ পানে তোমার উদাসী মুখ দেখতে রয়েছি আমি চেয়ে
যেন মনে হয় এক ঘোর অমানিশা আজ আমাকে আঘাত দিতে ডাকে।
চিরভাস্কর প্রেমের সমাধি খুঁড়তে বলে ---- যদি তুমি চলো ছুটে দূরে;
আমায় পাবেনা তুমি দেখা দিবে আঁধিয়ার গাইবো রাগিণী আর সুরে।।