খুঁজি তোমায় কোথায় বলো নেই বাকি আর চরাচরে,
সারা জগত তোমায় খুঁজি আনাচকানাচ শূন্যে ভরে।।
তপস্যা আজ ভেঙে গেলো বেদন আমার এলোমেলো,
সাগর বুকেই খুঁজেছি আর হিমালয়ের তুফান ঝরে।।
প্রাণ নিয়ে যে বেঁচে আছি বেঁচে থাকার আশায় চেপে,
খুঁজি তোমায় আমি এখন সারা আকাশ খুঁজি ব্যেপে।
আঁধার বুকেই জ্বলছে বাতি চাঁদ হয়েছে আমার সাথি,
দিবস এলেই খুঁজি তোমায় তপ্ত শ্বাসের রবিকরে।।
পাইনা তোমায় কোনখানে কোথায় থাকো ওহে তুমি,
এই জগতের আলো, বাতাস জানি আছে যে মৌসুমী।
তারার দেশে তোমায় চেয়ে ভয় আসে যে মনে ধেয়ে,
সন্ধানে যার বাহির পানে দেখবে কি সে মনের ঘরে।।