শব্দসিঁড়ির দ্বারস্থ হয়েছে আমার প্রাণ নিমিখে নিমিখে লিখে চলি আজ
উপায় দেখেছি শুধু লেখনীর মাঝে থেকে পেয়েছি তোমারে আজ নিজ প্রাণে;
বেদনের কথা শুনে পেয়েছি যে স্বাধীনতা মুক্তি করে চলে আজ শুধু রাজ
তোমার মহিমা গান লিখে হয়েছি অম্লান গেয়েছি রাগিণী সুখে নিজ তানে।
মুক্ত বিহঙ্গের মতো সুদূরপ্রসারী ভাবে জাগরিত হয়ে গেছে কাব্য দ্বার
চিনেছি নিজেকে আমি কবিতার খাতা ভরে আবার চিনেছি ওহে তোমারেই;
ভরেছে অজানা কথা আমার বেদনে আজ করুণার দানে আজ হলো ভার
জীবনের সব বাণী নহে জানি ঠিক সবি তবু লিখে গছি আমি কাব্য সেই।।
অযাচিত আলাপের মুখরিত কথামালা তোমার চরণে আমি দিয়ে গেছি
হয়তো ভ্রান্তির ছলে আমার কবিতাগুলো হয়ে গেছে আজ ভারী নিজ কাছে;
জানি এসব কবিতা নগণ্য তোমার কাছে তবু তাতে সুখ আমি যে মেখেছি
তাই আজ আরাধনা ছলে পাঠ করি কাব্য হোক সে সম্মুখ কিবা শুধু পাছে।
অজ্ঞাত সকল কিছু অজানা নহে যে ধাতা তোমার নিকটে জানি আছে জানা;
দেখাবে আমারে পথ কবিতার দ্বারা মেখে পৃথিবীর বুকে আমি এক কানা।।