অমর জীবন পেলে ভাবনার স্রোত মেলে রইবোনা আমি আর ভুখে
পৃথিবীর বিষণ্ণতা দেখে দেখে আমি হবো অসীম কালের এক সাক্ষী;
পীড়িত হয়েছি কবে মনে নাই এই শবে হয়েছে কেবল দেখা দুখে
দেখেছি কতনা ফুল আর তেলাপোকা সাথে ইদুর বিড়াল আর মাক্ষি।
চাইবো কেবল আমি মলিন জরার বুকে অমৃত তরল নেমে যাক
কেড়ে নেবো স্বৈরাচারী শাসকের বুক থেকে তাদের আক্ষেপ জমা যত;
যুগে যুগে দিয়ে গেছে কেবল বেদনা যারা তাহাদের হতে মুক্তি পাক
টেনে বা হিঁচড়ে আমি নামাব তাদের সুখ ছড়াব তাদের মনে ক্ষত।।
মৃত্যু আমাকেই জানি পারবেনা ছুঁতে আর অনন্ত জীবন যাব বয়ে
মানুষের কোলে জন্ম নিয়ে হলো অমানুষ ফানুস ওড়ায় পর ধনে;
তাই আজ পৃথিবীর সবুজের বুকে দেখি গোধূমবর্ণ জেগেছে সয়ে
আমার কবির মন খুঁজে শুধু অমরতা লিখে চলি যাই আছে মনে।
অমর হবোনা জানি তবু নাম টিকে রবে জীবনের সব আয়োজনে,
বিফল হলে যে নাম ফিরাবে আমার কাম ভবে বিফল রয়না মনে।।