মুনিয়া জাগিছে আজ সফেন সাগর পারে আমার জাহাজ তরে
জাহাঁবাজ মন নিয়ে বিজয় করবো আমি সাগরের সীমারেখা;
ভীতি জাগে আজ একা লস্কর সকল দেখা ঘুমিয়ে রয়েছে ভরে
একাকী জাগছি আমি সাগরের বুকে চেয়ে হয়েছে সাগর শেখা।
ত্রিভুবনে কেউ নাই সাগরের বুকে তাই নিভৃতে চলেছি বেগে
রাতের চন্দ্রমা জাগে কেবলি আমার সনে তারারা দেখায় মার্গ;
চলেছি আমার চলা সমীরণে কথা বলা সকলি আবেগ ত্যাগে
আশা চোখে চেয়ে রই সম্মুখের পথ পানে দেখিতে জগত স্বর্গ।।
তখনি বিতিকিচ্ছিরি সমীরণে আসে গীতি আরেক জাহাজ হতে
হয়তো ভেঙেছে হাল হারিয়েছে নিজ তাল দূরবীনে চোখ রাখি;
চলিছে আমার তরী নামে মাঝ বিভাবরী ভয়াল উধদি স্রোতে
আমি তাই চাঁদোয়াতে সেই তরণীর হাল নিজ চোখে শুধু চাখি।
মানুষের প্রাণ লয়ে পারিনা ফেরাতে চোখ বুঝেছি বিপদ তার
জাগিয়েছি আজ সব নাবিকদের উত্তাল বোঝাতে সম্মুখে দেখা;
দ্রুত বেগে ছুটি সেথা বাঁচাতে সকল লোক দেখি মৃদু অন্ধকার
অথচ নিকটে গিয়ে সবি লাগে মরীচিকা মৃত্যু হলো আজ শেখা।
বেঁচে নেই কোন প্রাণ অঢেল সময় আগে ডুবেছে তরণী বুঝি
অসহায় আর্তি জাগে আমার মনের বাগে বিলম্বিত ঘটনায়;
শীতল তুষারে লাশে জমে আছে জল গ্রাসে দেখছি সকল যুঝি
ফিরে আসি তবু আজ লাশের জঙ্গল হতে পাইনা হৃদয়ে সায়।
বেঁচে আছি আনন্দের মুহূর্ত জেগেছে ঢের অতীতের স্মৃতি ঘাটি
লাশকাটা আলয়ের মতন ছিলো যে সভা সকলে মরণ পোষে;
ভুলিতে পারিনা আর সেই মরণের চিহ্ন করেছে আনন্দ মাটি
বিস্মৃতি যদি বা হতো যেতাম এবার বেঁচে ভুলি নারি মন দোষে।।