আওয়াজ তোলো তর্জনী না মানুষ ভাবো মানুষ,
মেকি হাসির ফোয়ারা আজ মাখে নকল ফানুস।
তোমার যদি হুঁশ ফিরে আজ তবেই মানুষ হবে,
এতো সকল সইছো তুমি দেখছি তোমায় বেহুঁশ।

চাতা যদি উগ্র হতো আসতো কি রাত নেমে,
কোমল রাতের কথা কবি বলতো তখন ঘেমে।
মানুষ যদি হয় অমানুষ তার কাছে কি চাহি,
তোমার বেলা সুযোগ আছে চলো মানব ক্ষেমে।

আমার কথা তোমার কাছে যদি লাগে তিতা,
বলনা আর আমায় তুমি তোমার প্রাণের মিতা।
প্রাণের বাঁশি মুছেব যবে এই তো বাজার পরে
মাখবে তখন তোমার শরীর কবর কিবা চিতা।

তর্জনীর ঐ আঘাত হেনে আর কতো বা চুরি,
করবে তুমি মেকির চালে মিছের বাহাদুরি।
মানুষ যদি হয়ে থাকো এবার না হয় ফিরে
মানুষ তুমি আজ অমানুষ কেন আসো জুড়ি।

তোমার উপর আছেন যিনি তার নিকটে বাঁধা,
তোমার নামে অত্যাচারীর নিয়ম আছে সাধা।
করলে সকল নিজের সুখে অঙ্গীভূত করে
তাই মানুষ আজ করছে ঘৃণা মাখো কেন ধাঁধা।