অমাবস্যা নামে আজ চারিদিকে আঁধিয়ার তোমার আমার
অথচ আমরা আছি একি আকাশের তলে বিভেদের তালে;
বলবোনা সেই কথা ভালোবাসা ফোটে বলে দেখেছি আঁধার
পাইনি তোমায় কাছে ওগো বিদেশিনী আজ আমাদের ভালে।
ভূমধ্যসাগর কিবা আটলান্টিক সাগর টেনেছে আমারে;
তুমি আছ নিজ তানে আমি পুড়ি অভিমানে ভালোবাসা ধাঁরে।।
আজকের ধীর হাওয়া করে চলে আসা যাওয়া জানি
দেখেছি মুখের নেহে কাতরাও; আমারে ঘায়েল করো বেগে;
দিয়েছি তোমায় নিয়ে নিজ রচা বাণী
দুঃস্বপ্ন দেখে আজ ঘেমে নেয়ে উঠি আমি শয়নের হতে ত্বরা জেগে।
অথচ কোথায় তুমি আমারে করেছ ভার নিজ প্রেম ভারে;
তুমি আছ নিজ তানে আমি পুড়ি অভিমানে ভালোবাসা ধাঁরে।।
নিদ্রা ভেঙে জাগি আমি আকাশের দিকে শুধু চেয়ে
কোথাও চাঁদের রঙে দেখিনি যে আমি আর আমাদের রঙ;
সহসা কিসের হেতু এক ধূমকেতু আসে ধেয়ে
দেখেছি তাহার চলা একাকীত্ব কথা বলা করে চলে নিজ বেগে ঢঙ।
নাইবা পেলাম ভাতি তবুও পেয়েছি কিছু তোমার আমার অন্ধকারে;
তুমিও কি আছ তবে বেদনার ধুম্রজালে ভালোবাসা ধাঁরে।।