বাহির থেকে কেড়ে নিলে সবি
                হৃদয় মাঝে তুমি বিরাজ করো,
তোমার কোলে ছিলাম হয়ে কবি
                ফেলে দিলে জগত কঠিনতরো।।
সব খোয়ালাম আছো বলে মনে,
চোখের দেখা মিলেনা আর স্বনে,
তোমার গানের সুধা রসের ধারা
                আমার মাঝে এবার তুমি ভরো।।

নিমগ্ন যার প্রাণের ভাতি জাগে
                তারে তুমি দিলে অমন পৃথ্বী,
যেখানে হায় সকল প্রাণে মাগে
                নিজ জীবনে পূর্ণ শশীর তিথি।
আমার বেলা তিথির দেখা নারি,
নিকষ আঁধার দিচ্ছি আমি পারি,
লোকে ভাবে অহংকারী আমি
                ভাবনা এসব তুমি এবার হরো।।

বাহিরে রূপ নাইবা হলো ভালো
                তুমি আছো বলে হৃদয় সাদা,
তোমার কাছে রূপের চেয়ে আলো
                ভালো জানি নাহি তাতে ধাঁদা।
চামড়া আমার কালো বলে বুঝি,
এই জগতে আমি এখন যুঝি,
তবু আমি তোমায় কেবল খুঁজি
                চোখের পটে নাইবা তুমি ঝরো।।

মেখে দিলে গানের ধারা খুবে
                তোমার কোলে শুনেছি যে গান,
আজকে আমি পৃথ্বীর বুকে ডুবে
                দিয়েছি হে তার সে কিছু তান।
জীবন অবসানের কথা ভেবে,
লিখেছি গান গ্রাহ করে নেবে,
ফেলে দেয়া প্রাণটি তুমি আবার
                তোমার কোলে তুমি তুলে ধরো।।