আমায় তুমি গৌণ করো মুখ্য তারার সনে।
নেই জানি ঠিকানা।।
চাইনা আমি পৃথ্বী আসন আছ আমার মনে।
আর মেলিনি ডানা।।
ফসিল মনে তোমায় রেখে,
চলেছি পথ সকল চেখে,
ব্যথার দানের ছোঁয়া আমার কণ্ঠে বাজে স্বনে।
কেউ করেনা মানা।।
তারারা সব জ্বলতে থাকে মরণ কালের আগে।
এইতো জগত নীতি।।
খসে গেলে সকল তারা আকাশ থেকে ভাগে।
জাগেনা আর প্রীতি।।
আমার বেলায় গৌণ হয়ে,
যাবো আমি জগত ক্ষয়ে,
চাইছি আমি তোমার নিকট স্বর্গ নিরজনে।
মেলি পুলকখানা।।
পৃথ্বীর বুকে কি পেয়েছি ভাবিনি আর আমি।
দিশা আমার খেলে।।
চোখের পটে ভাসে কেবল নিকষ আঁধার যামী।
সেথায় পালক মেলে।।
আলোর দ্বারা সকল ভালো,
আমার চোখে নামে কালো,
আঘাত আসে বানের স্রোতে সকল আয়োজনে।
দিকনা আঘাত হানা।।
সকল কিছুই রইলে জানা বিষাদ রয় বাঁধিয়া।
হয়নি জানা কিছু।।
সাগর তীরে জ্ঞানের কাছে বালু আমার হিয়া।
আছি তোমার পিছু।।
মরণ ব্যথা কেমনতরো,
কেমন করে তুমি ঝরো,
কেমন করে পাবো দেখা আসবে ত্রিদিব ঘনে।
রইলো আজ অজানা।।