ঐশ্বরিক বিদ্যালোকে কবিদের জ্ঞান নাই সেথায় পা ফেলে নবী
সুবিজনে ধ্যান করে মৌনতার মাখামাখি হেরা গুহা জাগে বেগে;
নবীদের চলা জানি এই জগতের নহে চায়না জগত ছবি
তফাৎ বুঝতে হবে বিদ্যালোকে পাঠে মগ্ন নবীদের স্থান লেগে।
কথার তর্জমা আজ বোঝার ভ্রান্তির ছলে মানুষে খোঁজে যে মিল
কবিরা হয়না জানি নিষ্পাপ জগতে হায় রয়েছে পাপের বোঝা;
তাই তারা মানবের বিদ্যালোকে পাঠে মগ্ন ঐশ্বরিক দ্বারে খিল
চলছে কবিরা জানি সকল সৃজন চেখে এই জগতের খোঁজা।।
ঐশ্বরিক বিদ্যালোকে সাধারণ মানুষেরা ফেলতে পারেনা পায়া
ত্রিদিব, নরক সেথা চোখের সম্মুখে ভাসে নবীদের চোখে দেখা;
কবিরা দেখেনা তাই এই জগতের পরে আরো জগতের ছায়া
তবু যে কবিরা লিখে বিধাতার লাগি আজ হয়েছে কবিতা শেখা।
জাগতিক মোহে ভাসে কবিরা জেনেছি আমি নবীদের বেলা কই;
নবীরা শিখেছে জানি বিধাতার ভীতি মেখে মহা বিধাতার বই।।