আকাশের রুদ্র রূপে মেঘেদের আনাগোনা জানায় আগম ঝড়ে
কোথায় দাঁড়িয়ে গিরি ঝড়ের আঘাত সয়ে আচম্বিত কেঁপে উঠে;
আমি তো পারিনা আর ঝড়ের প্রকোপ বাড়ে উঠছি অধুনা লড়ে
তখন দেখেছি আমি -- আমার তরীর গায়ে এসেছে সলিল ছুটে।।
গতনিদ্র হিল্লোলের আওয়াজ শুনেছি আমি সহসা এসেছে বেগে
সম্মুখের ঝঞ্ঝা আসে আমার তরীর গায়ে --- বিপদের আভরণে;
মেখেছে বাতাস সেই পোশাক নিজের দেহে আর আছে ঝড় লেগে
ঝঞ্ঝার উৎসব আজ জানালো আমারে শুধু কি রয়েছে এই মনে।।

অথচ আমার ছিলো জ্ঞানের গানের পালা যেথা হলো শুরু ডাকা
ভুলেছি আমি সে ডাক নিজের এ প্রয়োজনে ছিল মনে রাখা তাঁরে;
আপদের তাগিদের ভারে আজ ন্যুব্জ প্রাণ চোখে দেখে সব ফাঁকা
ছুটেছি কেবল আমি গুপ্তধন পেতে রোজ -- ভয়াল সাগর দ্বারে।
ফোটেনা যেখানে চাঁদ, ফোটেনা যেখানে তারা অমন সাগর মাঝে
আমার চলার শুরু ---- আবার সেখানে শেষ মৃত্যুর মিছিল দেখে;
সহসা প্রাণের চলা থেমে গেছে আজ দেখি থামি আমি নিজ কাজে
তখন অনন্ত ভয় মেখে দিলো মনো মাঝে হিংস্র এ সাগর চেখে।।

ভাবনার দোর মেলে রেখেছি অনন্ত বেলা -- অচেতন মন তোলে
আপদের অহমিকা বেড়ে চলে প্রতিক্ষণে চলে মুখে তাঁরে ডাকা;
আমার তরণী দেখি ঝড়ের আঘাত পেয়ে ডুবে ডুবে শুধু দোলে
প্রাণের তাগিদে আজ সাগরের কারুকাজ রদে চাই হোক ঢাকা।
অনন্ত নক্ষত্র আজ দিক দেখা নিজ চোখে প্রাণের স্পন্দন পেতে;
অজানা হয়নি জানা চোখ মেলে হই কানা ঝড়ের সহিত মেতে।।