উড়িয়েছিলাম রঙের ঘুড়ি   ভোকাট্টা বাতাসে,
তখন ছিলো কড়া রবি   আকাশ পানে হাসে।।
ছিলো আরো অনেক ঘুড়ি    দেখেছিলাম হাওয়ায় উড়ি,
ঘাত হানেনি আমার ঘুড়ি ছিলাম নাযে ত্রাসে।।

হটাৎ দেখি একটা ঘুড়ি    উড়ছে আমার সাথে,
ছিলো সুতোয় মাঞ্জা মারা   উড়ছে ঘুড়ি মাতে।
ঘুড়ির নাটাই ধরে নারী         ঝরালো হায় আমার বারি,
ধারালো সে সুতোর দ্বারা   ঘুড়িটি হায় ভাসে।।

টেনে দিলো ঘুড়ির গায়ে   কেটে আমার ঘুড়ি,
উঠে তখন আমার হৃদয়    বিপুল বেগে পুড়ি।
চোখে দেখি শুধু আকাশ     কাঁপে যেন বুকের বাঁপাশ,
ধরেছিলাম ঘুড়ির নারী   আমায় ভালোবাসে।।

ভুল ছিলো যে ভাবনা আমার এখন বুঝি নিতি,
ভালোবাসায় কাঁটা আছে   নেই তবু যে ক্ষিতি।
হটাৎ দেখি তারে আমি       আমার কাছে আসে নামি,
হেসে ঘুড়ি ফিরিয়ে দিলো এসে আমার বাসে।।

চিনতে নারি নারীর হৃদয় আজো অবাক লাগে,
তার প্রতি যে আমার মনে  শুধুই প্রণয় জাগে।
উড়াই যুগল প্রাণের ঘুড়ি     বলছি কথা আকাশ জুড়ি,
এখন শুধু প্রেম জমেছে আমাদের আকাশে।।