মনের মুকুরে তোমার ছবিটা ভেসে ভেসে খেলা করে,
চোখের পাতায় হলোনা যে জানা প্রেমের সলিল ঝরে।।
বাহিরে বরষা ভেতরে আমার ভেঙে চলে আজ অকূলপাথার,
চোখের বারিতে অজানা শঙ্কা জাগে যে ভাবের তরে।।
ভিজি আমি আজ বরষার জলে গায়ে মেখে আছে ব্যথা,
মুখে বোবা ভাষা এঁকেছি আমার আসেনা তেমন কথা।
শুকায় আমার চোখের সলিল পারিনা করতে আর কোন মিল,
কে বা তুমি ওগো আমার মনন নানা ছবি মেলে ধরে।।
গভীরের কথা বলে যেতে চাই মানুষ কোথায় পাবো,
একলার প্রাণে আমি কি দোঁহের মধুর রাগণী গাবো।
অদেখার তুমি উছিলা প্রাণের ফিরে চাই শুধু আকাশেতে ঢের,
মহাসংকটে ঝরে যাওয়া তারা আমার পরান ভরে।।
হারানোর ছবি আমার হৃদয় নাশ করে চলে বেগে,
ব্যেপে উঠে জাগে আশার লহরী আমার শান্তি ত্যাগে।
কোথাকার ঢেউ কোথা উঠে ফুটে শান্তির বাণী আজ শুধু লুটে,
তোমায় পাবার লাগি যেন আজ গান ফুটে নিজ স্বরে।।