রশি দ্বারা বাঁধলে আমায় তোমার সনে পিছে আগে,
এক সীমানায় চলছি আমি তোমার গড়া পৃথ্বী বাগে।।
পারিনা আর ছুটে যেতে হৃদয় আমার উঠে তেঁতে,
হৃদ গভীরে স্বপন বুনি ঘুরবো আমি পুলক জাগে।।
কোথা হলো সেই সে ঘোরা স্বপন আমার স্বপন থাকে,
একি পথেই ছুটছি আমি চলছি ছুটে পথের বাঁকে।
চারিদিকে বেড়া আঁকা অদেখা সেই বেড়া বাঁকা,
শোনেনা সে আমার কথা বেড়াকে তাই পাষাণ লাগে।।
নিজ ঠিকানা তাই হলো ঘর আর সে চেনা পথে চলা,
পারিনা আর ছুটে যেতে বুঝিনা সেই পৃথ্বীর ছলা।
জীবন গানে সুর তুলেছি একি সুরে গান খুলেছি,
তাই বুঝি গান তোমার কাছে যায়না ছুটে মিছে ভাগে।।
তোমার কৃপা হলেই তবে ছুটবো আমি ভেঙে বেড়া,
হোক সে পাষাণ মিথ্যাবাদী দিবে কি হে একটু ছেঁড়া।
বেড়া কেটে যাবো বলে দেখবো সকল রূপকে জ্বলে,
তবু কেটে দিওনা সে বাঁধন তোমার আমার দাগে।।