বিনিসুতো দিয়ে মালা গাঁথা আমার হয়না আর,
কার লাগি যে গাঁথবো মালা কোথা পাবো অধিকার।।
মনের উজান ছিলো যখন সে যে দূরে ছিলো তখন,
পারিনি আর গাঁথতে নূতন পুরান ছিলো অলংকার।।
হারিয়ে গেছে আমার মানুষ এখন আমার বেলা শেষ,
পাইনা আমি মনের উজান প্রেম হয়েছে নিরুদ্দেশ।
গাঁথতে বসি তবু যে রোজ করি নূতন প্রেমেরি খোঁজ,
মরা গাঙ্গের মতন এ মন শুকায়ে যায় সলিল তার।।
আমার আঁচল তলে তুলি ফাগুন ফুলের আয়োজন,
বিবশ করে আমার হৃদয় ফুলের ঘ্রাণে আমার মন।
তবু কোথাও খেই হারিয়ে গাঁথতে মালা নারি পিয়ে,
আঁখির কাজল লেপ্টে গালে দেখি চোখে অন্ধকার।।
সব হারাবার মতন করে হারিয়ে ফেলি নিজের দাগ,
প্রেমহীনা এই নারীর হৃদয় কুসুম ছাড়া শুন্য বাগ।
অধিকারের ভাষা মুছে জীবন তাগিদ চলছি পুছে,
পাইনা যারে পাবো কিতা দখল নেবো কিসের ভার।।