মানুষ আমি অচঞ্চলা
হবে মিছে বললে বলা,
মানুষ কি হয় থির
করতে হবে ধীর
বুদ্ধি দিয়ে করতে হবে উঁচু রেখে শির
মানুষই হয় বীর।
তবু বলি নিজেকে আজ
মাখি থিরের সেই কারুকাজ
যেথায় আছে কাজের তাড়া
দিয়ে চলি নিজ কে সাড়া;
আর ডাকি সেই তাঁরে
আপন কাজের খোঁজ রাখে সে আলোক অন্ধকারে।
আমাকে সে গড়ে দিলো
আবার আপন করে নিলো
দিলো কাজের তাড়া
আছি যে তাই খাঁড়া
উন্নত নিজ শির
করলো কেন আমায় আজি চঞ্চলা অথির।
কাজের তাড়া পেয়ে আমি
ছুটে চলি দিবস যামী;
করতে যে কাজ শেষ
যাবো জানি মরণ এলে আমি নিরুদ্দেশ।
এই পৃথিবীর মোহে
মাতিনা আর নিজের দ্রোহে
আমি জানি মানুষ
উড়াই আমি নিজের সুখে আমার স্বার্থ ফানুস;
পেতে জগত সবি
উড়াই আমার ছবি
চঞ্চল মনে রাখি শুধুই নিজের স্বার্থখানি;
পড়ি ঠিকি তাঁহার বাণী তবু তা না মানি।
তাই বুঝি চঞ্চল
হারাই নিজের মনেরি বল;
পারিনা আর করতে আমি নিজেকে যে থির
কেমনে হবো ধীর।
কেমন করে হবো আমি অচঞ্চলা প্রাণ;
দেখি যে আসমান;
কাঁদায় আমায় সকল চলে
নিজের বেগে আপন দ'লে
করছে আমায় সকল কিছু ভাবাবেগে দান
পারিনা আর থির হতে তাই দেখে ওই আসমান।
অবশেষে অথির হয়ে
খুঁজি আমি তাঁরে বয়ে;
থির মানুষের দেখা
হলো জীবন শেখা;
পাইনা আমি এমন মানুষ আর
চোখের নামে করাল আঁধিয়ার।
তখন আমার মন বলেছে তিনি ছাড়া কেউ
পারেনা আর হতে যে থির যেমন সাগর ঢেউ।
আসে বোধে আজ
বিধাতা যে থির হয়ে রয় বাকি অথির কাজ।