আমায় তোমার নীতির ধারক করলেনা হে আজো,
কেমন করে হৃদয় মাঝে তবু তুমিই বাজো।।
তখন মনে শঙ্কা জাগে কিসের তাড়ন মনে লাগে,
বুঝিনি আর অবচেতন মনে এসে রাজো।।
বুঝতে যখন পারি আমি তোমার পৃথ্বীর কোলে,
মৃত্যু আমার ডাক দিয়ে যায় করুণ কান্ত বোলে।
অথচ যার ভারে আমি ন্যুব্জ ছিলাম দিবস যামী,
চিনতে তাঁরে হলো দেরি হৃদয়ে গান ভাজো।।
শিউলি ফুলের ফোটা দেখে লাগে আমার মায়া,
দেখেনা সে রাতের মাঝে তার অপরূপ কায়া।
যখন নিজে চিনতে পারে ঝরে পড়ে পৃথ্বীর দ্বারে,
আমায় তুমি তেমন করে দিলে মন বিরাজো।।
তবু তোমায় কাজের দ্বারা করিনি আর হেয়,
ভেবেছে মন সারা জনম শূন্য অনুমেয়।
অথচ নিজ সকল কাজে তুমি ছিলে মনের ভাঁজে,
অচেতনে বোধ জাগে আজ বুঝি সকল কাজো।।